নিউজিল্যান্ড নিজেদের খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর নজির দেখিয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কার ক্ষেত্রে ঘটেছে পুরো বিপরীত। লক্ষ্য তাড়ায় হাতে থাকা ম্যাচটি পরাজিত হতে হয়েছে তাদের। এতে মাউন্ট মঙ্গানুইতে ৮ রানের জয়ে সিরিজে এগিয়ে থাকলো স্বাগতিক নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের দেয়া ১৭৩ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ১৩ ওভারে বিনা উইকেটে ১২০ রান তোলে লঙ্কানরা। এরপর থেকেই ধস নামে সফরকারী ব্যাটিং লাইন-আপে।
১৪তম ওভারে জ্যাকব ডাফির এক ওভারেই ফিরেছেন কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। মেন্ডিসের ব্যাটে আসে ৪৬ (৩৬) রান। মেন্ডিসের সঙ্গে ওপেনিংয়ে ছিলেন পাথুম নিশানকা। এই ব্যাটার খেলেন ৯০ (৬০) রানের ইনিংস। মূলত পাথুম ও কুশলের জুটি ১২১ রান এনে দেয় লঙ্কানদের।
এরপর একের পর এক উইকেট হারিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কা। পাথুম যখন ফেরেন তখন ৫ উইকেট হারিয়ে দলের রান ১৫৩। শেষপর্যন্ত ১৬৪ রান করে ৮ উইকেট হারিয়ে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।
এদিকে প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৫ রান করে নিউজিল্যান্ড। তখন মনে হচ্ছিল তাদের পরিণতি তেমন ভালো হবে না। তবে পঞ্চম উইকেট জুটিতে ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল মিলে ১০৫ (৬০) রানের জুটি গড়ে তোলেন। মিচেলের ব্যাটে আসে ৬২ (৪২) রান। অন্যদিকে ব্রেসওয়েলের ব্যাটে আসে ৫৯ (৩৩) রান। এই জুটিতে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে নিউজিল্যান্ড। যা শ্রীলঙ্কার জন্য একটা সময়ে সহজ মনে হলেও, শেষমেশ পরাজয়ের পরিণতিকেই সঙ্গী করতে হয়েছে।
এম এইচ//