তথ্য-প্রযুক্তি

গুগল ক্রোমে যুক্ত হতে যাচ্ছে জেমিনি লাইভ

তথ্য-প্রযুক্তি ডেস্ক

ছবি: সংগৃহীত

ডেস্কটপে ইন্টারনেট ব্যবহারের ধরন বদলে দিতে যাচ্ছে গুগল। শিগগিরই গুগল ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিশেষ সুবিধা জেমিনি লাইভ

এই প্রযুক্তি ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি কথোপকথনের অভিজ্ঞতা দেবে। ব্রাউজিংয়ের সময় আপনি জেমিনির মাধ্যমে যেকোনো প্রশ্নের উত্তর জানতে পারবেন। শুধু তাই নয়, পরপর বিভিন্ন প্রসঙ্গে প্রশ্ন করলেও প্রতিবার আগের প্রসঙ্গ উল্লেখ করার দরকার হবে না। আর মজার বিষয় হলো, ব্যবহারকারীরা পছন্দমতো ১০টি ভিন্ন কণ্ঠস্বরেও উত্তর শুনতে পারবেন।

গুগল এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, ক্রোমের ডেস্কটপ সংস্করণে জেমিনি লাইভের একটি ফ্ল্যাগ পাওয়া গেছে। এই ফ্ল্যাগের নাম জিএলআইসি,’ যা জেমিনি লাইভ ইন ক্রোম-এর সংক্ষিপ্ত রূপ বলে ধারণা করা হচ্ছে। মাইক্রোফোন এবং অবস্থান তথ্যের অনুমতি চাওয়ার ভিত্তিতে অনুমান করা হচ্ছে, গুগল এই সুবিধা শিগগিরই সক্রিয় করবে।

গুগল প্রথমে গত মে মাসে আই/ও সম্মেলনে জেমিনি লাইভের ঘোষণা দিয়েছিল। এরপর গত সেপ্টেম্বর এটি অ্যান্ড্রয়েড এবং নভেম্বরে আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়। প্রাথমিকভাবে শুধুমাত্র জেমিনি অ্যাডভান্সড ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারছেন। এবার ডেস্কটপ সংস্করণে এটি যুক্ত হলে ইন্টারনেট ব্যবহার আরও সহজ এবং স্মার্ট হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য একটি বড় সুবিধা নিয়ে আসবে। দ্রুত তথ্য পেতে, জটিল প্রশ্নের সহজ সমাধান খুঁজে পেতে এবং ব্যক্তিগত সহায়তার মতো অভিজ্ঞতা দিতে সক্ষম হবে জেমিনি লাইভ।

আপনার ব্রাউজিংয়ের অভিজ্ঞতা বদলাতে প্রস্তুত থাকুন! গুগল ক্রোমের এই নতুন প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন গুগল ক্রোম | জেমিনি | ডেস্কটপ | কৃত্রিম বুদ্ধিমত্তা