বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলবেন পাকিস্তানি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের বর্তমান দলে অন্যতম সেরা পেসার তিনি। বাংলাদেশে এসে শাহিনের মুখে বাংলাদেশি পেসারদের কথা উঠে এলো। প্রশংসায় ভাসালেন তাসকিন আহমেদ, নাহিদ রানাদের।
আজ, শনিবার (২৮ ডিসেম্বর) বরিশালের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলনে নেমেছেন শাহিন। অনুশীলন শেষে দলের প্রতিনিধি হিসেবে বরিশালের হয়ে গণমাধ্যমে কথা বলেন এই তারকা পেসার।
গণমাধ্যমে তাসকিন-নাহিদদের নিয়ে শাহিন বলেন, ‘বাংলাদেশে এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন সামনে থেকে নেতৃত্ব দেয়। তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও বেশি। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, লাল বলের (টেস্ট) ক্রিকেটও খেলবে তারা। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।‘
যেকোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিদেশি ক্রিকেটারদের দিকে আলাদা নজর থাকে। বাংলাদেশে বিপিএলের ক্ষেত্রেও তাই। তবে শাহিন এখানে নিজেকে বড় তারকা মানতে নারাজ। বরং বাংলাদেশের অনেকে এখানে বড় তারকা বলে উল্লেখ করেছেন তিনি।
‘সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম (ইকবাল) আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।’
সোমবার (৩০ ডিসেম্বর) পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের একাদশ আসরের। গতবারের চ্যাম্পিয়ন বরিশাল উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে।
এম এইচ//