খেলাধুলা

আপাতত বিপিএল খেলার পরিস্থিতিতে নেই মাশরাফি

স্পোর্টস ডেস্ক

সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে মাশরাফি বিন মুর্তজা ছবি: ফাইল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে। দলগুলো তাদের প্রস্তুতি সেরে নিচ্ছে। এদিকে সিলেট স্ট্রাইকার্স দলের অনুশীলন শুরু হয়েছে। যেখানে দেখা যায়নি মাশরাফি বিন মুর্তজা’কে।

বিপিএল খেলার জন্য এখনো প্রস্তুত নন মাশরাফি। প্রস্তুত নন বলতে মূলত এখনো ফিটনেসে পিছিয়ে আছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। তবে তাকে নিয়ে আশা ছাড়ছে না সিলেট ম্যানেজমেন্ট।

শনিবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন সিলেট স্ট্রাইকার্স কোচ মাহমুদ ইমন।

কোচ ইমন মাশরাফি প্রসঙ্গে বলেন, ‘স্কোয়াডে এখনো আছে। কারণ, এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে, ও কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী? ও যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে অবশ্যই খেলবে।

চলতি বছরের এপ্রিলে সবশেষ মাঠে নামেন মাশরাফি। তখন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ খেলেছেন তিনি। সিলেট কোচ মাশরাফির প্রস্তুতি বা ফিটনেস নিয়ে আরও বলেন, ‘ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ।’

মাশরাফি ফিট না হলে বিবেচনা করা হবে না, এটাই স্বাভাবিক। যা স্পষ্ট করে দেন মাহমুদ ইমন। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ও ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি, তত দিন আমরা ওকে বিবেচনায় নেব না। আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা ওরই সিদ্ধান্ত। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না। তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকব।’

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন মাশরাফি বিন মুর্তজা | বাংলাদেশ প্রিমিয়ার লিগ | বিপিএল