‘স্পেস এক্স’ ও ‘টেসলা’ কোম্পানির মালিক ইলন মাস্কের সম্পদ এখন ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বর্তমানে তার নিট সম্পদের পরিমাণ ৩৪ হাজার ৮০০ কোটি ডলার। এই সম্পদ তাকে বিশ্বের শীর্ষ ধনীর মর্যাদা এনে দিয়েছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক জানিয়েছে, মাস্কের সম্পদ বৃদ্ধির পেছনে টেসলার শেয়ার মূল্যের উত্থান বড় ভূমিকা রেখেছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই টেসলার শেয়ারের দাম ৪০% বেড়েছে। শুধু গেলো শুক্রবারেই শেয়ারের মূল্য ৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। এতে মাস্কের নিট সম্পদ এক দিনে ৭০০ কোটি ডলার বেড়ে যায়।
ইলন মাস্ক ২০২১ সালের আগের রেকর্ড, ৩২ হাজার ৩০০ কোটি ডলার পেরিয়ে নতুন শীর্ষ অবস্থানে পৌঁছেছেন। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ল্যারি এলিসনের চেয়ে মাস্ক এখন ৮ হাজার কোটি ডলার এগিয়ে।
মাস্কের ট্রাম্পের প্রতি ঘনিষ্ঠ সমর্থন বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। ট্রাম্প প্রশাসনে একটি নতুন অধিদপ্তরের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
টেসলার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ গবেষণা উদ্যোগগুলোও মাস্কের সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। তবে ২০২১ সালের তুলনায় টেসলার শেয়ারের দাম এখনও ১৪% কম।
জেডএস/