তথ্য-প্রযুক্তি

সবার জন্য উন্মুক্ত হলো এক্সের গ্রোক চ্যাটবট

তথ্য-প্রযুক্তি

ছবি: সংগৃহীত

এখন থেকে এক্সের (সাবেক টুইটার) গ্রোক চ্যাটবট সবার জন্য উন্মুক্ত। আগে এটি শুধু প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ ছিল। শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে সব ব্যবহারকারীরা বিনামূল্যে এটি ব্যবহার করতে পারবেন। খবর দ্য ভার্জ। 

গ্রোক চ্যাটবট একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট। এটি দ্রুত প্রশ্নের উত্তর দেয়া ও ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীদের সহায়তা করে। প্রতি দুই ঘণ্টায় সর্বোচ্চ ১০টি বার্তা পাঠানো যাবে। প্রতিদিন সর্বোচ্চ তিনটি ছবি বিশ্লেষণ করার সুযোগ রয়েছে। এছাড়াও গ্রোক ২ মিনি মডেল সরিয়ে নেয়া হয়েছে।

ইলন মাস্ক চ্যাটবটের প্রসার ঘটিয়ে ওপেনএআই, গুগল ও মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন।

গ্রোক চ্যাটবট প্রথম চালু হয় গেলো বছরের ডিসেম্বরে। এর পেছনে রয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠিত ‘এক্সএআই’ প্রতিষ্ঠান। যেখানে ডিপমাইন্ড, ওপেনএআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্চ এবং টেসলার প্রাক্তন কর্মীরা কাজ করছেন।

সম্প্রতি এক্সএআই ৬০০ কোটি মার্কিন ডলার তহবিল সংগ্রহ করেছে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এটি চ্যাটজিপিটি বা জেমিনির মতো আলাদা অ্যাপ হিসেবে চালু হতে পারে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন এক্স | চ্যাটবট