আন্তর্জাতিক

গাজার রাফা শহর খালি করার নির্দেশ ইসরাইলি সেনাবাহিনীর

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ইরাইলি বিমান হামলায় গাজার ধ্বংসস্তূপে পরিণত গাজার আবাসিব ভবন ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার গাজাশহর হতে ৩০ কিলোমিটার দক্ষিণে রাফা শহরসহ বেশ কয়েকটি পৌরসভা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল।

গ্যালো সোমবার ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র এ নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।  

২০২৩ সালের অক্টোবরের ৭ তারিখে হামাসের হামলার জবাব দিতে গিয়ে প্রথমে বন্দুকের নলের সামনে রেখে উত্তর গাজা ফাঁকা করিয়েছিল ইসরাইলি বাহিনী। পরবর্তীতে একে একে মধ্য ভূখণ্ডও গ্রাস করেছে তারা। ঘরবাড়ি, হাসপাতাল, ধূলিসাৎ করেছে সব। তার পর টানা হামলা চলেছে দক্ষিণে, খান ইউনিসে।

এবার  ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিশানা গাজ়া ভূখণ্ডের একেবারে দক্ষিণ প্রান্ত রাফা। গাজা ভূখণ্ডের দক্ষিণতম শহর রাফার বিভিন্ন শরণার্থী শিবিরে কয়েক লাখ গৃহহীন প্যালেস্টাইনি শরণার্থী রয়েছেন। সেখানে ইজ়রায়েলি সেনা স্থল-অভিযান শুরু করলে বহু প্রাণহানির আশঙ্কা রয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদরেয়ি সোমবার  সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া  এক পোস্টে বলেন, সেনাবাহিনী রাফা ও তার আশপাশের এলাকায় ‘অত্যন্ত কঠোরভাবে যুদ্ধ করতে’ ফিরছে।

তিনি ফিলিস্তিনিদের তাৎক্ষণিকভাবে উপকূলীয় এলাকা আল-মাওয়াসিতে আশ্রয় নিতে নির্দেশ দেন।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন রাফা