জাতীয়

বাংলাদেশকে রোহিঙ্গা সংকট সমাধানে সর্বাত্মক সহায়তা দেবে জাতিসংঘ : গুতেরেস

রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশের মানবিক মূল্যবোধের এক অন্যতম নিদর্শন। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয়টিকে অবহেলা করার সুযোগ নেই। রোহিঙ্গা সমস্যা সমাধানে দেশটিকে সর্বাত্মক সহায়তা দেবে জাতিসংঘবললেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন

জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের সাথে একাত্মতা পোষণ করতে তিনি বাংলাদেশে এসেছেন। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের মানবিক বিপর্যয় চলছে। তাদের মানবিক সহায়তাকে প্রাধান্য দিতেই হবে। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের হাত বাড়ানোর আহ্বানও জানান তিনি।

তিনি বলেন,  আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশের ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে সমর্থন করা, কারণ এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বাংলাদেশের জনগণের পাশে থেকে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে জাতিসংঘ নির্ভরযোগ্য অংশীদার হিসেবে থাকবে।

তিনি আরও বলেনবাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের পথে এগোচ্ছে, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, জাতিসংঘ শান্তি, জাতীয় সংলাপ, আস্থা ও সংহতি প্রতিষ্ঠায় সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত।

গুতেরেস বলেন, গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের পাশে থাকতে পেরে আমি বিশেষভাবে আনন্দিত। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে দেশটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার ও সমৃদ্ধির এক নতুন ভবিষ্যতের আশায় রয়েছে।

শান্তিরক্ষা মিশন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষায় অন্যতম দেশ। শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা বিশ্বের অন্যতম বিপদসংকুল জায়গায় কাজ করে থাকে।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের সম্মানের সাথে নিজ দেশে ফেরত পাঠাতে জাতিসংঘের সাথে কাজ করছে সরকার। সংস্থাটি সংস্কারের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ সময় বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিষয়ে জাতিসংঘ মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন জাতিসংঘ মহাসচিব