আরেকটি অস্ট্রেলিয়া সফরের সুযোগ হয়তো পাবেন না ভিরাট কোহলি। তিনি নিজে তেমনটাই মনে করছেন। সম্প্রতি তার আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়ে এমন তথ্য জানিয়েছেন কোহলি।
অস্ট্রেলিয়ার মাটিতে সাম্প্রতিক অভিজ্ঞতা ভালো নয় কোহলির। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হাসেনি তার ব্যাট। কোহলি বলেন, ‘আমার সম্ভবত আরেকটা অস্ট্রেলিয়া সফর করা হবে না। তাই অতীতে যা হয়েছে, তা নিয়েই সুখী আছি।‘
কোহলির এই মন্তব্যে অনেকেই ধারণা করছেন, টেস্ট ক্রিকেট থেকে খুব শীগ্রই সরে দাঁড়াতে পারেন তিনি।
অবসরের পর কী পরিকল্পনা? এমন প্রশ্নে কোহলি বলেন, ‘আমি আসলে জানি না অবসরের পর কী করবো! সম্প্রতি আমার একজন সতীর্থকে এই প্রশ্ন জিজ্ঞেস করলাম। সেও এমন উত্তরই দিয়েছে। তবে হ্যাঁ, অনেক বেশি ঘোরা হতে পারে।‘
কিছুদিন আগেই শেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। দলের হয়ে ব্যাট হাতে দারুণ অবদান রাখেন কোহলি। পাঁচ ম্যাচে তার সংগ্রহে ছিল ২১৮ রান। যা শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় তাকে পাঁচ নম্বরে রেখেছে।
এমএইচ//