ক্রিকেট

ভারতকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনলো অস্ট্রেলিয়া

পার্থে প্রথম টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছিল ভারত। তবে অ্যাডিলেডের পিঙ্ক টেস্টে ভারতকে রীতিমতো উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া।  ভারতকে ১০ উইকেটে হারিয়েছে অজিরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনলো অস্ট্রেলিয়া।

১২৮ রানে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করা ভারত আজ রোববার তৃতীয় দিনে ১৭৫ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নেওয়ায় ভারত এগিয়ে থাকে মাত্র ১৮ রানের।

এই সহজ লক্ষ্য ছুঁয়ে ফেলতে স্বাগতিক দুই ওপেনারের লেগেছে মাত্র ২০ বল। তৃতীয় দিনে প্রথম সেশনে শেষ হওয়া ম্যাচটিতে সব মিলিয়ে খেলা হয়েছে মোটে ১০৩১ বলে। এর আগে এত কম বলে শেষ হয়নি ভারত-অস্ট্রেলিয়ার কোনো লড়াই।  

সংক্ষিপ্ত স্কোর: ভারত: ১৮০ ও ১৭৫ (রেড্ডি ৪২, গিল ২৮, পন্ত ২৮; কামিন্স ৫/৫৭, বোলান্ড ৩/৫১, স্টার্ক ২/৬০)। অস্ট্রেলিয়া: ৩৩৭ ও ১৯ ( ম্যাকসুয়েনি ১০*, খাজা ৯*; বুমরা ০/২)। ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী। ম্যাচসেরা: ট্রাভিস হেড।

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | অস্ট্রেলিয়া