শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত মিয়ানমার। ভূমিকম্প আঘাত হানের পর বাড়ছিলো লাশের সারি। সর্বেশেষ পাওয়া খবরে লাফ দিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০০২ জন। এছাড়া এখন পর্যন্ত ২৩৭৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৯মার্চ) দেশটির জান্তা সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটিশ বার্তা সংস্থা বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, দেশটিতে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত অঞ্চল হচ্ছে নাইপিদো। জান্তা সরকারের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এ অঞ্চলে ৯৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা।
বিবিসি জানায়, ভূমিকম্পের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়। এটি ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে সবচেয়ে কাছে ছিলো।
উদ্ধারকাজ চললেও। স্থানীয় উদ্ধারকারীদের হাতে ভারী মেশিন না থাকায় তারা খালি হাতেই উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককও। দেশটির সবার লক্ষ্যে এখন ভূমিকম্পে ধ্বসে পড়া ৩০ তলা নির্মানাধীন বিল্ডিংটিতে। ভূমিকম্পের পর ওই অট্রালিকাতে কাজ করা ১০০ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত ৬ শ্রমিকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আই/এ