তথ্য-প্রযুক্তি

গুগল সেজেছে লাল-সবুজের পতাকায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। বাংলাদেশের স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে গুগলের হোমপেজে স্থান পায় লাল-সবুজের ঢেউ খেলানো পতাকা।

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে গুগলের হোমপেজে এই বিশেষ ডুডলটি দেখা যাচ্ছে। নকশায় দেখা যাচ্ছে, নীল-সাদা আকাশে ঢেউ খেলানো লাল-সবুজের পতাকা উড়ছে, এবং তার নিচে ইংরেজিতে লেখা রয়েছে "গুগল"।

ডুডলের নিচে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের বিভিন্ন আয়োজন এবং লাল-সবুজের পতাকা নিয়ে বাঙালির আবেগ তুলে ধরা হয়েছে। এছাড়া, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, "স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ।" আজকের ডুডলে বাতাসে উড়তে থাকা বাংলাদেশের পতাকা প্রদর্শিত হয়েছে।

গুগল নিয়মিতভাবে বিভিন্ন দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে, এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে এটি প্রকাশ করা হয়েছে। এর আগেও গুগলের ডুডলে ঠাঁই পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন গুগল | ডুডল