ঈদুল-আজ-হায় মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের সিনেমা ‘বরবাদ’ এ সবার নজর কেড়েছে নুসরাত জাহানের উপস্থিতি।
সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার আকর্ষণ হিসেবে একটি আইটেম গান ‘চাঁদ মামা’ প্রমো প্রকাশ করা হয়েছে। এই গানে শাকিব খানের সঙ্গে নাচতে দেখা গেছে নুসরাত জাহানকে। গানটির কয়েক সেকেন্ডের প্রমো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।এই গানটির মাধ্যমে প্রায় দশ বছর পর আবার আইটেম গানে দেখা মিলেছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে।
শাকিব খান ও নুসরাত জাহানের উপস্থিতি নিয়ে ‘বরবাদ’ সিনেমার নতুন আইটেম গান ‘চাঁদ মামা’ এর প্রমো ভিডিও ইতিমধ্যে বেশ আলোচনা তৈরি করেছে। ভিডিওতে শাকিবের নতুন লুক, কস্টিউম, সেট ডিজাইন এবং নুসরাতের আবেদনময় অভিনয় নেটিজনদের মাঝে উত্তেজনা সৃষ্টি করেছে। অনেকেই গানটির তুলনা করছেন বলিউডের আইটেম গানগুলোর সঙ্গে।
প্রমোটি মুক্তি পাওয়ার মাত্র ১০ ঘণ্টার মধ্যে ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে ৩ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে।
‘চাঁদ মামা’ গানটি লিখেছেন ও সুর করেছেন প্রীতম হাসান এবং গানটির কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। এই গানটি শাকিব খানের জন্মদিন শুক্রবার (২৮ মার্চ) উপলক্ষে রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
'বরবাদ' সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকবে ইধিকা পাল। আরও থাকবে যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
এসকে//