বাংলাদেশ

রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চলতি মাস মার্চের প্রথম ২৪ দিনে দেশের রেমিট্যান্সে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এই সময়ের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ডলার। এর আগে, একক মাসে এত বেশি রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ মার্চ পর্যন্ত দৈনিক গড়ে ১১ কোটি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগামী সাত দিন একই হারে রেমিট্যান্স এলে মাস শেষে এই আয় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা এক মাসে প্রবাসী আয়ের দিক থেকে নতুন রেকর্ড হবে।  

রেমিট্যান্স বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে।

গত বছর মার্চের প্রথম ২৪ দিনে ১৫৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। পুরো মাসজুড়ে আসে ২০০ কোটি ডলারের কম।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন রেমিট্যান্স | নতুন রেকর্ড | মার্চ