বিনোদন

নতুন রূপে ভক্তদের হৃদয় জয় অপুর

বিনোদন ডেস্ক

ঢালিউডের এক সময়ের সুপারস্টার অপু বিশ্বাস। দীর্ঘ দুই দশক ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। শোবিজের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিলেও তার জনপ্রিয়তা একটুও কমেনি।

সম্প্রতি শনিবার (২৩ আগস্ট) সকালে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে সাদা শাড়ি ও রুপালি গয়নায় অপু নিজেকে নতুন রূপে উপস্থাপন করেছেন। তার মিষ্টি হাসি এবং স্নিগ্ধ ভঙ্গি ভক্তদের মনে গভীর ছাপ রেখে গেছে। 

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "যেখানে ভালোবাসা, সেখানে জীবন।"

শাকিব খানের সঙ্গে তার দীর্ঘদিনের সফল জুটির মাধ্যমে অপু বিশ্বাস পেয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য। তাদের জুটির সিনেমাগুলো ঢালিউডের ইতিহাসে এক অমলিন অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে অপু সিনেমায় তেমন সক্রিয় নন, তার ফটোশুট, মেকওভার এবং স্টাইলিস্টিক পোস্টগুলোতে এখনো আলোচনায় থাকেন তিনি।

২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে অপু বিশ্বাসের ক্যারিয়ারের পথচলা শুরু হয়েছিল যা আজ তাকে এক আলোচিত তারকা বানিয়েছে। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢালিউড #অপু বিশ্বাস