বিনোদন

দেশে থাকলে ভিক্ষা করতে হতো : আহমেদ শরীফ

বিনোদন ডেস্ক

ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা আহমেদ শরীফ সম্প্রতি দেশে ফিরেছেন। বাংলা সিনেমার প্রয়াত শিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি সরাসরি বলেন, যদি তিনি দেশে থাকতেন, অনেকে হয়তো অন্যের কাছে হাত পেতে খেতে হতো। 

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করা এই অভিনেতা মনে করেন, শিল্পীদের স্থায়ী নিরাপত্তা ও সরকারি সহায়তা থাকা অপরিহার্য।

শরীফ বলেন, একজন মানুষ যদি দেশে থাকে, তার বেসিক চাহিদা থাকা উচিত খাবার, বাসস্থান, চলাফেরার ব্যবস্থা। শিল্পীরা এসব না থাকায় নানা উপায় খুঁজে বেড়াচ্ছেন। আজ যদি আমি দেশে থাকতাম, নিশ্চিত আমাকে হাত পেতে খেতে হতো।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার শিল্পীদের জন্য এমন একটি নিশ্চিন্ত জীবন ব্যবস্থা নিশ্চিত করবে যাতে কেউ বিদেশে কাজ করতে না যায়।

অভিনেতা আরও বলেন, তিনি চলচ্চিত্র জগতের উত্থান-পতন প্রত্যক্ষ করেছেন সালমান শাহের মৃত্যু, শাবানার বিদেশ যাত্রা এবং নায়ক মান্নার চলে যাওয়া। 

তিনি জানান, আজ যারা আছেন, তাদের মধ্যে হয়তো আমি সবচেয়ে সিনিয়র। ৫৩ বছরের ক্যারিয়ারে ৮০০ এর বেশি ছবিতে কাজ করেছি। দর্শক আমাকে ভালবেসেছেন, আর খল চরিত্রে প্রাপ্ত প্রতিক্রিয়াকেই আমি নিজের সফলতা মনে করি।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢালিউড #আহমেদ শরীফ