দেশজুড়ে

আলাদা কক্ষে পড়েছিল কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ

ভাড়া বাসার দুটি আলাদা কক্ষ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী সুমাইয়া আফরিন এবং তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশতাদের ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ডনিহত সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা নগরীর সুজানগর এলাকা থেকে কুবি ছাত্রী  তার মা তাহমিনার (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।

কুবি লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস জানান, আজ সোমবার তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষার আগের রাতেই তাকে হত্যা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক জানান, রোববার দিবাগত রাত আড়াইটায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়আলাদা দুটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দুপুর পৌনে ১টায় নগরীর কান্দির পাড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়ার কথা রয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুবি #ছাত্রী