ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে প্যানেল দিলো যেসব ছাত্র সংগঠন

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ডাকসু নির্বাচন উপলক্ষে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ইসলামি ছাত্র শিবির। স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতিমা।  এছাড়া বামপন্থি জোটের পক্ষ মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তারা আনুষ্ঠানিক ভাবে এখনও প্যানেল ঘোষণা করেননি। এখনও প্যানেল ঘোষণা করেনি জাতিয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ

সোমবার (১৮ আগস্ট)  বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিনের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে বিভিন্ন সংগঠনের নেতারা মনোনয়ন পত্র সংগ্রহ করেন

ছাত্র অধিকার পরিষদ

ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন সাবিনা ইয়াসমিন। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।

প্যানেলের অন্যান্য সম্পাদক পদে রয়েছেন- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ শাকিব খান, সমাজসেবা সম্পাদক পদে আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন, মানবাধিকার ও আইন সম্পাদক ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সিয়াম ইমন, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মোহাম্মদ রজবসালার খান শাওন।

এছাড়া সদস্য পদে জাপানিজ স্টাডিজ বিভাগের রাহাত, ২০২৩-২৪ সেশনের রেজুয়ান, একই ব্যাচের মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, কৌষিক আদির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক ও এইচএম মাহতাব ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইসলামী ছাত্রশিবির-

ডাকসু নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে রয়েছেন সাদিক কায়েম। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ। সহ-সাধারণ সম্পাদক পদে  মহিউদ্দিন খান। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, আর সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শরিফুল ইসলাম মুয়াজ।

এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাখাওয়াত জাকারিয়া।

গণতান্ত্রিক ছাত্রজোটে-

ডাকসু নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর সমন্বিত জোট গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা। তবে তারা প্যানেলের নাম ঘোষণা করেননি। জোটের পক্ষ থেকে ভিপি পদে মনোনয়ন নিয়েছেন শামছুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘমল্লার বসু।

এছাড়াএজিএস পদে জাবির আহমেদ জুবেল, মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন পদে মোজাম্মেল হক ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে

মনোনয়ন পত্র সংগ্রহের পর ছাত্র ইউনিয়ন ঢাবির শাখার সভাপতি  মেঘমল্লার বসু বলেন তারা আগামীকাল ১৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করবেন। এসময় ৬ দফা দাবিও জানান তিনি।

স্বতন্ত্র প্যানেল-

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। ডাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া, এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন বলে জানা গেছে৷ আগামীকাল আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন।

 

আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডাকসু