ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে বহিরাগতদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সর্বমিত্র চাকমা। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তও ঘোষণা করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) ডাকসু-২ নামের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে সর্বমিত্র চাকমা এই ঘটনার জন্য ক্ষমা চান এবং পুরো বিষয়টির পেছনের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন।
সর্বমিত্র চাকমা তার পোস্টে উল্লেখ করেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশের ফলে মোবাইল চুরি, সাইকেল চুরি এবং নারী শিক্ষার্থীদের হেনস্তার মতো ঘটনা নিয়মিত ঘটছে। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো দৃশ্যমান পদক্ষেপ বা সিসি ক্যামেরা স্থাপন না করায় শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরও জানান, বহিরাগতরা প্রায়ই ঢাকা মেডিকেলের পাশের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তাদের নিষেধ করতে গেলে উল্টো স্টাফদের লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এমন উত্তপ্ত ও নিরাপত্তাহীন পরিস্থিতিতে ক্ষোভের বশবর্তী হয়ে তিনি বহিরাগতদের কান ধরে উঠবস করাতে বাধ্য হন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “এটি কোনোভাবেই আমার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। আমি স্বীকার করছি-এভাবে কাউকে শাস্তি দেয়া আমার উচিত হয়নি এবং এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।”
একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাঠের নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা স্থাপন এবং দেয়াল টপকে বহিরাগতদের অনুপ্রবেশ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

এসি//