দুর্ঘটনা

বেপরোয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত

ছবি: সংগৃহীত

মাদারীপুরে বেপরোয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন।

মঙ্গলবার (১ এপ্রিল) বেলা তিনটার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজারে এ দুর্ঘটনা ঘটে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান,  পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজারগামী সার্ভিস রোডে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই জনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

শিবচর থানার ওসি রতন শেখ বলেন, দুর্ঘটনার স্থানটি জাজিরা থানার মধ্যে পড়েছে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে হাসপাতালে দুজন মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরও ২ যুবক।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন চার যুবক