মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭১৯ জনে দাঁড়িয়েছে । নিহতদের মধ্যে মান্দালয়ের একটি প্রাইমারি স্কুলের ৫০ জন শিক্ষার্থী আছে। আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৪৫২১ জনে। আর নিখোঁজ আছেন ৪৪১ জন। মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক ভাষণে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং বিষয়টি জানিয়েছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে বলে জানান তিনি।
নির্বাচনে কারচুপির অভিযোগে ২০২১ সালে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যেই শুক্রবার দেশটিতে ৭.৭ এবং ৬.৪ মাত্রার শক্তিশালী দু’টি ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার।
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) বলেছে, মান্দালয়ের মতো সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি ভিত্তিতে আশ্রয়, খাবার, পানি ও ওষুধ প্রয়োজন।
ভূমিকম্পে নিহত মানুষদের স্মরণে মিয়ানমারে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় শোকের অংশ হিসেবে দেশটিতে ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এনএস/