আন্তর্জাতিক

তাইওয়ানের প্রেসিডেন্ট ‘পরজীবী’, দ্বীপ ঘিরে চীনের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীন

দ্বীপরাষ্ট্র তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব উপকূলে সামরিক মহড়া শুরু করেছে চীন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের এশিয়া সফরের পরপরই মঙ্গলবার এই সামরিক মহড়া শুরু করলো বেইজিং। এদিকে চীনের এই সামরিক মহড়ার জবাব দিতে তাইওয়ানও তাদের উপকূলে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

মহড়া শুরুর পর একটি বিবৃতি দিয়েছে বেইজিংয়ের ইস্টার্ন থিয়েটার কমান্ড। বিবৃতিতে জানানো হয়েছে, দ্বীপটিকে অবরুদ্ধ এবং স্থল ও নৌ লক্ষ্যবস্তু আঘাত হানার অনুশীলনের অংশ হিসেবে চীনের সামরিক বাহিনী যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান ও কামান মোতায়েন করেছে। এছাড়া আকাশ প্রতিরোধ ব্যবস্থা অনুশীলনের মাধ্যমে বেইজিং যুদ্ধ পরিস্থিতিতে সামরিক বাহিনীর সক্ষমতা পরীক্ষা করছে।  

সামরিক মহড়া শুরুর পাশাপাশি বেইজিং এদিন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে পরজীবী হিসেবে আখ্যায়িত করেছে।

উল্লেখ্য, তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন। সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে চীনকে 'বিদেশি শত্রু শক্তি' বলে আখ্যায়িত করেছে। এতে ক্ষুব্ধ হয় চীন।

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন তাইওয়ান | চীন