আন্তর্জাতিক

ইসরাইলে রকেট হামলা আল কুর্দস ব্রিগেডের

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের কয়েকটি শহরে রকেট হামলা হয়েছে। এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে প্যালেস্টনিয়ান ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুর্দস ব্রিগেড

মঙ্গলবার ইসরাইলের সামরিক বাহিনী, আইডিএফ জানায়, গাজা উপত্যকার উত্তর দিক থেকে ছোঁড়া রকেট সফলভাবে প্রতিহত করা হয়েছে। হামলার সময় ইসরাইলের সিদরত, ইবিম ও হানের এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। 

 

এনএস/

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইল | রকেট