ছিনতাইকালে জনতার ধাওয়া খেয়ে বুড়িগঙ্গা নদী সাঁতরে পালানোর সময় গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছে আরও দুই জন। নিহত মো. আসিফ (১৯) ঢাকার কামরাঙ্গীর চর এলাকার মো. জহিরের ছেলে। আহত একজন হলেন আতিক (১৮), অন্য জনের পরিচয় জান যায়নি।
শুক্রবার (২১ মার্চ) ভোরে চকবাজারের সোয়ারীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম সরোয়ার এ তথ্য জানান।
তিনি জানান, ‘শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা চার যুবককে ধাওয়া দেয়। এসময় এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। বাকি তিন জন বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে চকবাজার থানার সোয়ারীঘাটের চম্পাতলী ঘাটে ওঠে। তখন স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেন।
গোলাম সরোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে প্রথমে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
আই/এ