অপরাধ

ম্যাগনেটিক কয়েন প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীতে ভুয়া ম্যাগনেটিক কয়েন দেখিয়ে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, প্রতারণার সরঞ্জাম এবং চেক উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২১ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এই তথ্য জানান। 

ইবনে মিজান বলেন, অভিযুক্ত প্রতারকেরা ভুক্তভোগীদের বিশ্বাস করানোর জন্য ভুয়া কয়েনকে বিশেষ ধরনের ম্যাগনেটিক কয়েন হিসেবে উপস্থাপন করত এবং প্রতিটি কয়েন ২০ বিলিয়ন ডলারে বিক্রি করা যাবে বলে প্রলোভন দেখাত।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে এর আগেও প্রতারণার একাধিক মামলা রয়েছে। অভিযানে তাদের কাছ থেকে নগদ টাকা, ১০টি মোবাইল ফোন, ৪টি ভুয়া ম্যাগনেটিক কয়েন এবং ৫০ লাখ টাকার চেক জব্দ করা হয়েছে। 

পুলিশ বলছে, এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ডিএমপি | ম্যাগনেটিক কয়েন