আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি

ওয়াশিংটনে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে বৈঠকে বসতে যাচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে এই বৈঠক হতে পারে। বৃহস্পতিবার (২০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।  

বৈঠকে ইসরাইলের পক্ষে থাকতে পারেন দেশটির কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হেনেগবিসহ সেনাবাহিনী, মোসাদ ও আণবিক শক্তি কমিশনের জেষ্ঠ্য কর্মকর্তারা। আর যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে উপস্থিত থাকতে পারেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজসহ পররাষ্ট্র দপ্তর, পেন্টাগন ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।  

এর আগে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনীকে একটি চিঠি পাঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চিঠিতে ইরানকে আগামী দুই মাসের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার কথা বলা হয়েছে। অন্যথায় তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিবে ওয়াশিংটন।  

 

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ইরান | পরমাণু | ইসরাইল | যুক্তরাষ্ট্র