কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্বারা চালিত নতুন ধরনের আত্মঘাতী এবং নজরদারি ড্রোনের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন ধরনের কৌশলগত নজরদারি ড্রোন ভূখণ্ড ও সমুদ্রে শত্রু বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের সক্ষমতা রাখে।
এ ঘটনা মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি কিম জং উন ড্রোনগুলোর ব্যাপক উৎপাদনের পরিকল্পনা অনুমোদন করে বলেছেন, মানববিহীন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিশেষ অগ্রাধিকার দিয়ে সেনাবাহিনীর আধুনিকায়ন করতে হবে।
এর আগে গেলো আগস্টে উত্তর কোরিয়া তাদের আক্রমণাত্মক ড্রোন উন্মোচন করে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ার মিত্র রাশিয়ার সঙ্গে দেশটির উদীয়মান জোটের কারণে এই নতুন উন্নত প্রযুক্তির ড্রোন তৈরি হতে পারে।
এমএ//