আর্কাইভ থেকে জাতীয়

অপরাধ দমনে পুলিশ ম্যানেজমেন্ট কোর্স ভূমিকা রাখবে: আইজিপি

অপরাধ দমনে পুলিশ ম্যানেজমেন্ট কোর্স ভূমিকা রাখবে: আইজিপি
বর্তমানে অপরাধের ধরন এবং বহুমাত্রিকতায় ব্যাপক পরিবর্তন এসেছে। এই অপরাধ প্রতিরোধে, অপরাধ দমনে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্য প্রফেশনালসদের জন্য মাস্টার্স অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্স ভূমিকা পালন করবে। বললেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) এ মাস্টার্স অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্সের সপ্তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন। আইজিপি বলেন, ‘পিএসসি বাংলাদেশ পুলিশের অ্যাপেক্স ট্রেনিং ইনস্টিটিউট। প্রতিষ্ঠালগ্ন থেকে পিএসসি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছে।’ পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। এসময় পুলিশ স্টাফ কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ ট্রেনিং ড. এএফএম মাসুম রব্বানী, ভাইস রেক্টর রেজাউল হকসহ অনেকে উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে  মাস্টার্স অব ওষুধ অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্সের সপ্তম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে পুলিশ এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা রয়েছেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন অপরাধ | দমনে | পুলিশ | ম্যানেজমেন্ট | কোর্স | ভূমিকা | রাখবে | আইজিপি