আর্কাইভ থেকে জাতীয়

টার্গেট করেই সাংবাদিকদের নেতাদের ব্যাংক হিসাব তলব : প্রেস ক্লাব সভাপতি

টার্গেট করেই সাংবাদিকদের নেতাদের ব্যাংক হিসাব তলব : প্রেস ক্লাব সভাপতি

টার্গেট করেই সাংবাদিকদের শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সাংগঠনিকভাবে এ বিষয়টির জবাব দেয়া হবে। বললেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের শীর্ষ ৬টি সংগঠন এর আয়োজন করে। এতে সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) (আওয়ামী লীগ সমর্থিত) সভাপতি মোল্লা জালাল বলেন, সাংবাদিকদের নেতাদের ব্যাংক হিসাব তলব নিসন্দেহ স্বাধীনভাবে মত প্রকাশ ও সংবাদ প্রকাশে হুমকি। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনও আর্থিক লেনদেনের অভিযোগ থাকে। প্রমাণ পাওয়া গেলে তাদের ব্যাংক হিসেব তলব করা হয়। এটি একটি অপ্রত্যাশিত, নজিরহীন ঘটনা। ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে হেয় করার জন্য এ কাজ করা হয়েছে। গণমাধ্যম এই প্রথম দেখলো এ ধরনের অপ্রত্যাশিত চিঠি।

তিনি বলেন, সাংবাদিকরা নিয়মিত বেতন পায় না। টানা পোড়নে চলে তাদের সংসার। এ ধরনের ঘটনা আমাদের ভাবিয়ে তোলে। সরকারের যথাযথ সংস্থার কাছে এ ঘটনার (হিসাব তলবের) সুস্পষ্ট ব্যাখা চাই।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানী বলেন, নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসেব তলবের মাধ্যমে সাংবাদিকতা পেশাকে জনমনে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ ফাইন্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট কেন এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে তা বোধগম্য ন।

নেতৃবৃন্দের ব্যাংক হিসেবে যদি কোনও অস্বাভাবিক লেন-দেন কিংবা কোনও ধরনের মানি লন্ডারিং কিংবা জঙ্গি  অর্থায়নের তথ্য উপাত্ত পাওয়া সেটা যেনো গণমাধ্যমে প্রকাশ করা হয়। আর যদি তা না হয় তবে যেনো যথাযথ গুরুত্বের সাথে জনস্মমুখে প্রকাশ করা হয়।

যাদের হিসাব তলব করা হয়েছে- জাতীয় প্রেসক্লাবের সভাপতি (আওয়ামী লীগ সমর্থিত) ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক (বিএনপি সমর্থিত) ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি (বিএনপি সমর্থিত) আব্দুল কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক (আওয়ামী লীগ সমর্থিত) সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) (বিএনপি সমর্থিত) সভাপতি এম আব্দুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) (আওয়ামী লীগ সমর্থিত) সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

এ সম্পর্কিত আরও পড়ুন টার্গেট | করেই | সাংবাদিকদের | নেতাদের | ব্যাংক | হিসাব | তলব | | প্রেস | ক্লাব | সভাপতি