আসছে কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূল এলাকায় আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী হারিকেন ‘হেলেন’। প্রতিবেশি দেশ কিউবা ও মেক্সিকোর কিছু এলাকায়ও এটি আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) তথ্য অনুযায়ি আসছে সপ্তাহের মধ্যে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে ঝড়টি হারিকেন হেলেনে রূপ নিবে এবং এটি ফ্লোরিডার উত্তরাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়বে।
আসছে বৃহিস্পতিবারের (২৬ সেপ্টেম্বর) মধ্যে এটি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়তে পারে। শুধু তাই নয়, হারিকেনটি শক্তিশালীর দিক দিয়ে ক্যাটাগরি ৩ এ রূপ নিতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়।
এমআর//