আর্কাইভ থেকে ক্রিকেট

নিউজিল্যান্ড পাকিস্তান ক্রিকেটকে ‘খুন করেছে’: শোয়েব

নিউজিল্যান্ড পাকিস্তান ক্রিকেটকে ‘খুন করেছে’: শোয়েব

দীর্ঘ ১৮ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানে এসেছিল নিউজিল্যান্ড। কোয়ারেন্টিন ও অনুশীলন পর্ব শেষে মূল সিরিজে মাঠে নামার সবধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু নিজেদের নিরাপত্তা-শঙ্কার কথা তুলে ধরে সফর বাতিল করে ব্ল্যাকক্যাপসরা।

শুক্রবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও টসের নির্ধারিত সময়ের পর কিউই ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় ম্যাচটি খেলা সম্ভব নয়। এমনকি শুধু এ ম্যাচই নয় পুরো সিরিজটিই স্থগিত করে দিয়েছে তারা।
 
কিউইদের এমন সিদ্ধান্তে পাকিস্তানের সাবেক, বর্তমান ক্রিকেটাররা মুখ খুলেছেন। এ বিষয় নিয়ে কথা বলেছেন ক্রিকেট বিশ্লেষকরাও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ার‌ম্যান রমিজ রাজা কিউইদের এমন সিদ্ধান্ত মানতে পারছেন না। তাই তো তিনি কিউইদের প্রকাশ্য হুমকিই দিয়ে রাখলেন। 

এবার তাদের দলে যোগ দিলেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। তার মতে পাকিস্তান ক্রিকেটকে খুন করেছে নিউজিল্যান্ড। 

টুইটারে সফর বাতিল নিয়ে ক্ষোভ ঝারলেও ক্ষ্যান্ত হচ্ছিলেন না সাবেক এ স্পিডস্টার। এরপর নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে সবিস্তারে নিউজিল্যান্ডকে শূলে চড়ান তিনি। শোয়েব বলেন, নিউজিল্যান্ড দল ইসলামাবাদে শেষ চার পাঁচ দিন ধরেই আছে, আর তাদের নিখুঁত নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে। কিন্তু হঠাৎ করে তারা গোয়েন্দাদের তথ্য পেয়ে এই সিদ্ধান্ত নিয়ে নিল।

তিনি আরও বলেন, বিশ্বের অন্যতম নিরাপদ স্বর্গগুলোর একটি হলো পাকিস্তান। গোয়েন্দাদের এমন তথ্য আসবেই। তবে আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্বের অন্যতম নিরাপদ স্বর্গগুলোর একটি পাকিস্তান। আমাদের আইএসআই ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ দেশে শান্তি বজায় রাখার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে।

সাবেক এ স্পিডস্টার বলেন, নিউজিল্যান্ড আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে বিশ্বাস করতে পারেনি। আর তাই পাকিস্তান বেশ লজ্জিত হয়েছে। আমাদের গোয়েন্দা বিভাগকে তারা বিশ্বাস করতে পারত, তাহলে এভাবে আমাদের অপমানিত হতে হতো না। কিংবা পাকিস্তানে আসার আগেই এই সিদ্ধান্ত নেয়া হলে ভালো হতো। এভাবে সফর শেষ না করে চলে যাওয়াটা ভাবমূর্তি খারাপ করবে পাকিস্তানের। পৃথিবীর সব জায়গায় নিরাপত্তার শঙ্কা আছে, আর তাই আপনারা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে সম্মান জানাতে পারতেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন নিউজিল্যান্ড | পাকিস্তান | ক্রিকেটকে | খুন | করেছে | শোয়েব