আর্কাইভ থেকে দেশজুড়ে

বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে শিশুদের তালবীজ রোপণ

বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে শিশুদের তালবীজ রোপণ

ময়মনসিংহের গৌরীপুরে বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে শিশুদের সঙ্গে নিয়ে তালবীজ রোপণ করেছে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী।

শনিবার (১৮ সেপ্টেম্বর) ও রোববার (১৯ সেপ্টেম্বর) এ দুই দিন উপজেলার মাওহা ইউনিয়নের সুরিয়া নদীর পাড়ে এবং নয়ানগর থেকে লক্ষীনগর সড়কের দুই কিলোমিটার রাস্তার দুইপাশে প্রায় আড়াইশো তালের বীজ রোপণ করে তারা। 

শিক্ষার্থী আজহারুল করিম বলেন, ফসলের মাঠ থেকে ঘরবাড়ি দুরত্ব বেশি হওয়ায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন এ গ্রামের অনেক কৃষক। তালগাছ এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারে বলে এমন উদ্যোগের পরিকল্পনা। এলাকার ১২ থেকে ১৫ জন শিশু নিয়ে এ কাজটি করেছি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন বজ্রপাত | ও | প্রাকৃতিক | দুর্যোগ | রক্ষা | পেতে | শিশুদের | তালবীজ | রোপণ