আর্কাইভ থেকে বাংলাদেশ

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেক ও তার স্ত্রী’র বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেক ও তার স্ত্রী’র বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত গাড়িচালক আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। অবৈধ সম্পদ অর্জনের মামলায় এই চার্জশীট অনুমোদন দেয়া হয়।

মঙ্গলবার( ২১ সেপ্টেম্বর) বিকেলে দুদকের সভায় এই অনুমোদন দেয়া হয়। আব্দুল মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুই কোটি ৬০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা আছে। এছাড়াও ৯৩ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

গতকাল মঙ্গলবার অস্ত্র মামলায় মালেককে ১৫ বছর করে মোট ৩০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ দন্ডাদেশ দেন।

অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা, চাঁদাবাজি, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২০ সেপ্টেম্বর মালেককে গ্রেপ্তার করে র্যাবব।

মালেক বর্তমানে কারাগারে আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন স্বাস্থ্য | অধিদপ্তরের | গাড়িচালক | আব্দুল | মালেক | ও | স্ত্রীর | বিরুদ্ধে | চার্জশিট | অনুমোদন