আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

মধ্য আমেরিকায় শক্তিশালী ভূমিকম্প

মধ্য আমেরিকায় শক্তিশালী ভূমিকম্প

মধ্য আমেরিকার নিকারাগুয়া উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। 

বুধবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৭ মিনিটে আঘাত হানে এ কম্পন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নিকারাগুয়ার জিকুইলো উপকূল থেকে ৭৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস জানিয়েছে, প্রবল এ ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য আমেরিকার ছয়টি দেশ। সেগুলো হলো বেলিজ, কোস্টারিকা, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস ও নিকারাগুয়া।

এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন মধ্য | আমেরিকায় | শক্তিশালী | ভূমিকম্প