আর্কাইভ থেকে বাংলাদেশ

শনিবার থেকেই বিমানবন্দরে করোনার নমুনা পরীক্ষা : স্বাস্থ্যমন্ত্রী

শনিবার থেকেই বিমানবন্দরে করোনার নমুনা পরীক্ষা : স্বাস্থ্যমন্ত্রী

বিমানবন্দরে বিদেশগামীদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ আজই শেষ হচ্ছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকেই এখানে নমুনা পরীক্ষা শুরু করা যাবে। জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কাজ সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে বিমানবন্দরে কয়েকটি মেশিনও চলে এসেছে। বিদেশগামী যাত্রীরা এসব ল্যাব থেকে নমুনা পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।

তিনি বলেন, এখানে মোট ছয়টি ল্যাবের মাধ্যমে ১২টি মেশিন বসানো হবে। এসব ল্যাবে প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষ নমুনা পরীক্ষা করতে পারবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন শনিবার | থেকেই | বিমানবন্দরে | করোনার | নমুনা | পরীক্ষা | | স্বাস্থ্যমন্ত্রী