আর্কাইভ থেকে দেশজুড়ে

পদ্মা পারাপারের অপেক্ষায় ৯ শতাধিক যানবাহন

পদ্মা পারাপারের অপেক্ষায় ৯ শতাধিক যানবাহন

তিনদিনের সরকারি ছুটি শেষে ঢাকামুখী ও আটরশির ওরশগামী যাত্রীদের চাপে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দৃশ্য প্রতীয়মান হয়েছে।

এতে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার সড়কে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনদিন সরকারি ছুটি শেষে রোববার দুপুর থেকে ঢাকামুখী মানুষের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব হোসেন বলেন, রোববার দুপুর থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়ায়। আজও সে চাপ রয়েছে। এখন অবশ্য গাড়ির তেমন চাপ কমে গেছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন পদ্মা | পারাপারের | অপেক্ষায় | ৯ | শতাধিক | যানবাহন