আর্কাইভ থেকে ফুটবল

বেনফিকার কাছেও অসহায় আত্মসমর্পণ বার্সার

বেনফিকার কাছেও অসহায় আত্মসমর্পণ বার্সার

চলতি চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমটা শুরু হয়েছিল ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ৩ গোল হজম করে। সেই ধারাবাহিকতা বজায় থাকলো দ্বিতীয় ম্যাচেও। বার্সেলোনা এ মৌসুমে যেন শুধুই নামে ভারি।

ডাগআউটে রোনাল্ড কোম্যান ফিরেছেন সঙ্গে ফিরেছে বার্সার দূর্ভাগ্য। পর্তুগালের ক্লাব বেনফিকাও শাষণ আর আধিপত্য দেখিয়েছে নিজেদের মাঠে।

ডারউইন নুনেজ কিছু বুঝে ওঠার আগে তিন মিনিটে প্রথম এগিয়ে দেন স্বাগতিকদের। দ্বিতীয়র্ধে পেনাল্টিতে ব্যবধান দ্বিগুন করেন। তার হ্যাটট্রিকে বাধা হয়েছে পোস্ট। বার্সার আরও বড় পরাজয়েও। তবে মাঝে রাফা ফেরেইরা সিলভা পেয়েছেন গোলের দেখা।

বার্সেলোনা পুরো ম্যাচে সেখানে একটাই শট নিতে পেরেছে পোস্ট বরাবর। তাদের দূর্ভাগ্যের রাতটা বড় হয়েছে এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে।

টানা দুই ম্যাচে দুই হার, ছয় গোল হজম। গ্রুপে বার্সেলোনার অবস্থান তলানীতে। এই বার্সা আর সেই বার্সা নেই, সরল স্বীকারোক্তি কোচের। যার নিজের পদটাই পেন্ডুলামের দোলায় দুলছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন বেনফিকার | কাছেও | অসহায় | আত্মসমর্পণ | বার্সার