নিয়ম অনুযায়ী কাবিননামায় স্বাক্ষর করে নিজের প্রিয় রাইস কুকারকে বিয়ে করেছিলেন এক যুবক। কিন্তু বিয়ের মাত্র চারদিন পরই প্রিয় রাইস কুকারকে ডিভোর্স দিয়েছেন ওই যুবক। বিয়ের পর ‘কনে’র সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু ছবি পোস্ট করে আলোড়ন ছড়িয়েছেন ওই যুবক। কারণ শুনে অবশ্য নেটিজেনরা অবাক হয়ে গেছেন। আপনিও অবাক হবেন।
শুক্রবার (১ অক্টোবর) গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার খোইরুল আনাম নামে এক যুবক রাইস কুকারকে বিয়ে করার ছবি নিজের ভ্যারিফাইড ফেসবুকে পোস্ট করেছেন। একটা ছবিতে তাকে রাইস কুকারকে চুমু খেতে দেখা গেছে। আরেকটা ছবিতে তিনি দেখা গেছে, তিনি বিয়ের কাবিননামায় স্বাক্ষর করছেন।
ওই পোস্টের ক্যাপশনে তিনি রাইস কুকার সম্পর্কে বলেছেন, এটা রান্নার ব্যাপারে একদম বাধ্য, সৎ, প্রেমময় ও ভালো।
তার এই পোস্ট দেখে অবশ্য নেটিজেনরা হাসি থামতে পারছেন না। ফেসবুকে পোস্টে ১০ হাজারের বেশি লাইক পড়েছে। পোস্টটিতে কমেন্ট করেছেন বারোশ’ জনের বেশি মানুষের।
যদিও প্রিয় রাইস কুকারের প্রতি ভালোবাসা বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ের মাত্র চারদিন পর তাকে ‘ডিভোর্স’ও দিয়েছেন তিনি। তার মতে, এই রাইস কুকার শুধু ভাত রান্না করতে পারে। অন্য কাজে মোটেও পারদর্শী নয়। ফেসবুকে বিয়ের ঘোষণাও দিয়েছেন তিনি।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়াটুডে
এস