ভারতে উত্তর প্রদেশে সহিংসতায় ৪ কৃষকসহ ৮ জন নিহত হয়েছে।
প্রদেশটির লাখিমপুর খেরিতে দুই মন্ত্রীর সফরকে কেন্দ্র করে এ সহিংস ঘটনা ঘটে।
সহিংসতায় বিক্ষোভরত কৃষকদের গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয়ের ছেলের বিরুদ্ধে। এ অভিযোগরে ভিত্তিতে মন্ত্রীর ছেলেসহ বেশ কয়েকজনের নামে মামলাও করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় সম্প্রতি কৃষি আইন নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় কৃষকেরা।
সহিংস ঘটনার সঙ্গে ছেলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবী করেছেন প্রতিমন্ত্রী অজয়।