আর্কাইভ থেকে জাতীয়

ফোরামের প্রস্তাবে জাতিসংঘের সমর্থন পাওয়া গিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ফোরামের প্রস্তাবে জাতিসংঘের সমর্থন পাওয়া গিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
গ্লোবাল সাউথের সম্ভাবনা এবং এর অগ্রাধিকার ও উদ্বেগ বিষয়ক শিক্ষা বিনিময়ের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ওপর মন্ত্রী পর্যায়ের একটি ফোরাম গঠনের প্রস্তাবে জাতিসংঘের সমর্থন পাওয়া গিয়েছে। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে রাষ্ট্রদূত পর্যায়ে একটি বৈঠকে যোগ দিয়ে এ কথা বলেন। বৈঠকে আর্জেন্টিনা, চীন, কিউবা, মিশর, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালণাবি, মরক্কো, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সলোমন দ্বীপপুঞ্জ, থাইল্যান্ড সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও ভিয়েতনাম থেকে স্থায়ী প্রতিনিধিদের একটি দল অংশগ্রহণ করে। পররাষ্ট্রমন্ত্রী ২০১৯ সালের মার্চে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিএপিএ+৪০ সম্মেলনে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের ফোরাম গঠনের প্রস্তাব দেন। মোমেন বলেন, গ্লোবাল সাউথের সম্ভাবনা এবং এর অগ্রাধিকার ও উদ্বেগ বিষয়ক শিক্ষা বিনিময়ের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ওপর মন্ত্রী পর্যায়ের একটি ফোরাম গঠনে তার প্রস্তাবে জাতিসংঘ, জাতিসংঘের মহাসচিব ও গ্লোবাল সাউথের বেশ কয়েকজন মন্ত্রীর কাছ থেকে সমর্থন পাওয়া গিয়েছে। বৈঠকে অংশ নেয়া দেশগুলোর প্রতিনিধিরা মন্ত্রী পর্যায়ের ফোরাম প্রতিষ্ঠার প্রস্তাবের জন্য এ সময় বাংলাদেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। বৈঠকে কিউবা, কেনিয়া, মিশর রুয়ান্ডা ও মরক্কো শিগগিরই ফোরাম প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তাদের অঙ্গীকার ও সর্বাত্মক সমর্থন ব্যক্ত করে। বৈঠকে জাতিসংঘের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ক অফিসের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত এ বৈঠকটি পরিচালনা করেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন ফোরামের | প্রস্তাবে | জাতিসংঘের | সমর্থন | গিয়েছে | পররাষ্ট্রমন্ত্রী