অবশেষে থেমেছে ব্রাজিল। টানা নয় জয়ের পর কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা। শুরুতেই চমকে দিয়েছিল কলম্বিয়া। ব্রাজিল রক্ষণে ভীতি ছড়ান হুয়ান কুইনতেরো। তবে স্বাগতিকদের ফিনিশিং দুর্বলতায় দুইবার রক্ষা পায় সেলেসাওরা।
গোছানো আক্রমণে যেতে অতিথিদের লেগে যায় ১৪ মিনিট। নেইমারের পাস থেকে সুযোগ নষ্ট করেন লুকাস পাকেতা। ৬ মিনিট পর দুর্দান্ত এক ট্যাকেলে কলম্বিয়ার আক্রমণ ভেস্তে দেন মার্কিনিয়োস।
দ্বিতীয়ার্ধে সেলেসাওদের ছন্নছাড়া ফুটবল। সে সুযোগে ৬৪ মিনিটে এগিয়ে যেতে পারতো কলম্বিয়া। এবারও আলিসনে রক্ষা। ডিবক্সের বাইরে থেকে নেয়া মাতেউসের শট ক্রসবারের উপর দিয়ে পাঠান ব্রাজিল গোলরক্ষক।
আগের ম্যাচের মতো শেষের দিকে গুছিয়ে ওঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আক্রমণে কলম্বিয়াকে ব্যস্ত রাখলেও গোলের দেখা পায়নি। ৯ ম্যাচ পর তাই জয় বঞ্চিত তিতের দল। তবু দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নেইমাররা।
এস