আর্কাইভ থেকে দেশজুড়ে

ফেইক আইডির মাধ্যমে প্রেম, হাতিয়ে নেয় লাখ লাখ টাকা

ফেইক আইডির মাধ্যমে প্রেম, হাতিয়ে নেয় লাখ লাখ টাকা

ফেসবুকে একাধিক ফেইক আইডি খুলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতের নাম ওয়াদুদ জিয়া জুয়েল (৩০)। জুয়েল দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বাঘাডুবি গ্রামের জাকারিয়া আনসারির ছেলে।

আজ বুধবার (১৩ অক্টোবর) সকাল ৯ টায় ডিবি পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া থানার মকবুল হালদার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রতারক জুয়েলকে গ্রেপ্তার করে। জুয়েল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

পুলিশ কমিশনার জানান, গেলো ২০১৯ সাথে ফেসবুকের মাধ্যমে রাজশাহীর কাটাখালি এলাকার সাম্মীর সাথে পরিচয় হয় প্রতারক জুয়েলের। তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের জের ধরে জুয়েল বিভিন্নভাবে ফেক আইডি খুলে কখনো প্রেমিক, কখনো প্রেমিকের অভিভাবক, আবার কখনো বোনের স্বামী পরিচয় দিয়ে সাম্মীর সাথে প্রতারণা করে দফায় দফায় সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নেয়।

সম্প্রতি জুয়েল ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি সাম্মীকে জানায়। ঢাকায় তার চিকিৎসা করাতে হবে বলেও হাতিয়ে নেয় চারলাখ টাকা। পরে ফেইক আইডি থেকে জানানো হয় জুয়েল মারা গেছে।

বিষয়টি সাম্মীর সন্দেহ হলে তিনি রাজশাহী মহানগর পুলিশের কাছে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে মহাগর গোয়েন্দা পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় জুয়েলকে গ্রেপ্তার করে।

তবে জুয়েল টাকা হাতিয়ে নিয়ে তার গ্রামের বাড়িতে গরুর খামার, জায়গা জমি নিয়েছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। প্রতারক জুয়েলের বিরুদ্ধে মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ফেইক | আইডির | মাধ্যমে | প্রেম | হাতিয়ে | নেয় | লাখ | লাখ | টাকা