আর্কাইভ থেকে বাংলাদেশ

আওয়ামী লীগ রাজনীতিতে নেই, বিএনপিতে নেতৃত্ব সংকট : জিএম কাদের

আওয়ামী লীগ রাজনীতিতে নেই, বিএনপিতে নেতৃত্ব সংকট : জিএম কাদের

আওয়ামী লীগ অনেক দিন ধরে ক্ষমতায় রয়েছে, তাই দলটি রাজনীতিতে নেই। আর বিএনপিতে নেতৃত্ব নিয়েও সংকট রয়েছে। তারা মাঠে দাঁড়াতে পারছে না। এ অবস্থায় জাতীয় পার্টি রাজনীতির মাঠে আছে। তাই আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

আজ বুধবার (১৩ অক্টোবর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ ২১ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। বিএনপি এক যুগের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে রাজনীতিতে দিশেহারা হয়ে পড়েছে। কিন্তু জাতীয় পার্টি দীর্ঘ ৩১ বছর রাষ্ট্রক্ষমতার বাইরে রয়েছে, তাতেও রাজনীতির মাঠে লড়াই করছে। কারণ, জাতীয় পার্টি দেশের মানুষের আস্থা আর ভালোবাসা নিয়ে রাজনীতি করে।

জিএম কাদের বলেন, দেশের মানুষ নির্বাচনের প্রতি বিমুখ হয়ে পড়েছে। নির্বাচনে মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। সরকার–সমর্থিত প্রার্থীদের চাপে বিরোধীরা  নির্বাচনের মাঠে টিকতেই পারছেন না।

তিনি বলেন, দেশের মানুষ বলছে, জাতীয় পার্টির শাসনামলেই দেশের মানুষ ভালো ছিল। তাই দেশের মানুষ আগামী দিনে জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত লড়তে হবে। যারা মনোনয়ন পেয়ে নির্বাচনের মাঠে লড়াই করতে পারবেন না, তাদের স্থান জাতীয় পার্টিতে হবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন আওয়ামী | লীগ | রাজনীতিতে | নেই | বিএনপিতে | নেতৃত্ব | সংকট | | জিএম | কাদের