আর্কাইভ থেকে ফুটবল

প্যালেসের বিপক্ষে জয়হীন লিভারপুল

প্যালেসের বিপক্ষে জয়হীন লিভারপুল
কিছুদিন আগেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বিধ্বস্ত হয়েছিল লিভারপুল। এবার ৮ বছর পর ক্রিস্টাল প্যালেসে জয় তুলতে ব্যর্থ হল অলরেডরা। প্রিমিয়ার লিগের ম্যাচে প্যালেসের সঙ্গে ০-০ ড্র করেছে লিভারপুল। এর আগে দুই দলের অ্যানফিল্ডের ম্যাচ শেষ হয়েছিল ১-১ সমতায়। ২০১৪-১৫ মৌসুমের পর এই প্রথম লিগের দুই ম্যাচে ক্রিস্টালকে হারাতে ব্যর্থ লিভারপুল। ম্যাচের ফলাফল সমতায় থাকলেও লড়াইয়ে এগিয়ে ছিল ইয়ুর্গেন ক্লপের লিভরপুলই। গোলের সুযোগ পেয়েও অন্তত দুইবার ব্যর্থ হয়েছেন মোহাম্মদ সালাহ ও দিয়োগো জোতা। ইনজুরির কারণে বাদ পড়া দারউইন নুনিয়েজের জায়গায় নেমেছিলেন দিয়াগো জোতা। প্রথমার্ধের বিরতির আগে জোতার হেড লাগে ক্রসবারে। পুরো প্রথমার্ধে গোলের লক্ষ্যে একবারও শট নিতে পারেনি প্যালেস। বিরতির পর ৪৯ মিনিটে আবারও ক্রসবারের কাছে হার মানে লিভারপুল। আলেক্সান্ডার আর্নল্ডের শট প্যালেস রক্ষণে বাধা পেয়ে চলে এসেছিল সালাহর পায়ে। মিশরীয় ফরোয়ার্ডের জোরালো শট ঠেকানোর সুযোগ ছিল না প্যালেস গোলরক্ষক ভিসেন্তে গুইতার। কিন্তু বল আঘাত হানে ক্রসবারে। চলতি মৌসুমে লিগের ম্যচে তৃতীয় গোলশূন্য ড্রয়ের সুবাদে অবশ্য পয়েন্ট তালিকায় এক ধাপ এগিয়েছে লিভারপুল। ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তালিকায় ৭ নম্বরে। চারে থাকা টটেনহামের পয়েন্টে ৪২।

এ সম্পর্কিত আরও পড়ুন প্যালেসের | বিপক্ষে | জয়হীন | লিভারপুল