আর্কাইভ থেকে বাংলাদেশ

সাকিবকে নিয়ে ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা

সাকিবকে নিয়ে ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৪তম আসরের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

কলকাতার শিরোপা জয়ী দুইবারই একাদশে ছিলেন সাকিব। তৃতীয়বারের ফাইনালেও সুযোগ পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার। যদিও সাকিব আইপিএলের ভারত পর্বে মাত্র ৩টি ম্যাচ খেলেছিলেন। তবে শেষ দিকে ক্যারিবিয় অলরাউন্ডার রাসেলের চোটের কারণে একাদশে ‍সুযোগ পান। 

কলকাতা থেকে একবার বেশি চ্যাম্পিয়ন হওয়া চেন্নাইয়ের লক্ষ্য চতুর্থ শিরোপা। অপরদিকে কলকাতার লক্ষ্য চেন্নাইকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়া। তাই বলা চলে ব্যাটে-বলে দারুণভাবে জমে উঠবে ফাইনাল ম্যাচটি।

প্লে-অফে টানা দুই ম্যাচ জিতে ফাইনালে এসেছে কলকাতা। হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর দিল্লি ক্যাপিটালসকে। অন্যদিকে দিল্লিকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়েই ফাইনালে জায়গা করে নেয় চেন্নাই।

কলকাতা নাইট রাইডার্স একাদশ 
শুভমান গিল, ভেঙ্কটেশ আয়ার, রাহুল ত্রিপাথি, নিতিশ রানা, দিনেশ কার্তিক, ইয়ন মরগ্যান (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনিল নারিন, লুকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, শিভাম মাভি।

চেন্নাই সুপার কিংস একাদশ
রুতুরাজ গাইকঁদ, ফাফ ডু প্লেসি, মঈন আলি, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জস হ্যাজলেউড।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিবকে | নিয়ে | ফাইনালে | টস | জিতে | ফিল্ডিংয়ে | কলকাতা