আর্কাইভ থেকে বাংলাদেশ

ছুরি হামলার শিকার ব্রিটিশ এমপির মৃত্যু

ছুরি হামলার শিকার ব্রিটিশ এমপির মৃত্যু

ছুরি হামলার শিকার যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামেস মারা গেছেন। শুক্রবার (১৫ অক্টোবর) এসেক্সে নিজের নির্বাচনী এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠকের সময় তার ওপর হামলা হয়েছিল।

এসেক্স পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে তারা লে-অন-সি এলাকায় ছুরি হামলার খবর পায়। হামলার ঘটনায় সম্পৃক্ত এক ব্যক্তিকে ২৫ বছরের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। 

পাঁচ সন্তানের জনক ৬৯ বছর বয়সী স্যার ডেভিড অ্যামেস ১৯৮৩ সালে বাসিলডন নামের একটি এলাকা থেকে এমপি নির্বাচিত হন। ১৯৯৭ সালে তিনি পাশের সাউদেন্ড ওয়েস্ট আসন থেকে নির্বাচিত হন এবং জয় পান। তার পাঁচ ছেলেমেয়ে রয়েছে।

স্যার ডেভিডের খুন হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এক টুইটে লিখেছেন, ‘এক মহান মানুষ, মহান বন্ধু এবং মহান এমপি তার গণতান্ত্রিক ভূমিকা পালনের সময় খুন হলেন।’

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ছুরি | হামলার | শিকার | ব্রিটিশ | এমপির | মৃত্যু