সীমিত ওভারের ফরম্যাটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগামী অক্টোবরে ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে ইংলিশদের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের জন্য তাই বেশ গুরুত্পূর্ণ। উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে দেখেশুনেই ব্যাটিং করছিল বাংলাদেশের ওপেনাররা।
ইংলিশ পেসারদের কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে ভড়কে দেয়ার চেষ্টা করেছিল টাইগার অধিনায়ক তামিম ইকবাল। অপর ওপেনার লিটন দাস ছক্কা হাঁকিয়ে আশা দেখাচ্ছিল। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে বিদায় নিয়েছেন তামিমও। ফলে ইনিংসের ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে স্বাগতিকরা।
বুধবার (১ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরুটা দেখেশুনেই করেছিল দুই ওপেনার তামিম-লিটন। দ্বিতীয় ওভারেই ইংলিশ গতিদানব জোফরা আর্চারকে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিলেন তামিম। অপর প্রান্তে লিটন ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ক্রিস ওকেসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ব্যক্তিগত ৭ রান করেই বিদায় নেন লিটন।
এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে বাংলাদেশের ইনিংসের হাল ধরেন তামিম। পাওয়ার প্লেতেই দলের সংগ্রহ পঞ্চাশও ছাড়িয়ে গিয়েছিল। তবে প্রথম পাওয়ার প্লের শেষ ওভারের তৃতীয় বলে মার্ক উড ক্লিন বোল্ড করে দিলে সাজঘরে ফিরে আসেন বাংলাদেশের অধিনায়ক। বিদায়ের আগে ৩২ বলে চার বাউন্ডারিতে ২৩ রান করেন ড্যাশিং এই ওপেনার।
তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ব্যাটিংয়ে যোগ দিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। শান্ত ১২ বলে ১২ ও মুশফিক ২ রানে ব্যাট করছেন।