আর্কাইভ থেকে বাংলাদেশ

টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে ওমান

টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে ওমান

টি টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ওমান। তাদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।

রোববার (১৭ অক্টোবর) ওমানের আল আমেরাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়। 

নিজেদের মাঠে উদ্বোধনী ম্যাচে কিছুটা চাপে থাকবে ওমান। ফিল্ডিংয়ের সিদ্ধান্তের উত্তরে ওমান অধিনায়ক জিশান মাকসুদ বলেন, উইকেটটা বেশ শুকনো। দলে বেশ কজন রিস্ট স্পিনার আছে, মরুর গরমে তাদের ভালোভাবে ব্যবহার করা যাবে। পাশাপাশি সন্ধ্যা ঘনিয়ে এলে আবহাওয়া ঠাণ্ডা হতে থাকলে উইকেট ব্যাটারদের দিকে সাহায্যের হাত বাড়াবে। সব মিলিয়েই এমন সিদ্ধান্ত। এদিকে পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা জানালেন, তার ভাবনাও একই রকম ছিল। এই ম্যাচে টসে জিতলে তিনিও বোলিংয়ের সিদ্ধান্তই নিতেন।

স্বাগতিক ওমানের এটি দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ। তবে স্বাগতিক হিসেবে প্রথম। ২০১৬ বিশ্বকাপেও প্রথম পর্বে খেলার সুযোগ হয়েছিল ওমানের। অন্যদিকে টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে থাকা পাপুয়া নিউগিনি এবারই প্রথম খেলতে এসেছে বিশ্বকাপে। 

পাপুয়া নিউগিনি একাদশ
আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সিমন আতাই, সেসে ভাউ, কিপলিং ডরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পুকানা, ড্যামিয়ান রাভো, লেগা সিয়াকা, টনি উরা, কাবুয়া মুরেয়া ও নরম্যান ভানুয়া।

ওমান একাদশ
জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন টি | টোয়েন্টি | বিশ্বকাপের | প্রথম | ম্যাচে | ফিল্ডিংয়ে | ওমান