আর্কাইভ থেকে বাংলাদেশ

মাকসুদের ঘূর্ণি সত্ত্বেও পাপুয়া নিউগিনির সম্মানজনক স্কোর

মাকসুদের ঘূর্ণি সত্ত্বেও পাপুয়া নিউগিনির সম্মানজনক স্কোর

টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জিসান মাকসুদের ঘূর্ণিতে ১২৯ রান করতে সক্ষম হয়েছে নবাগত পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি ইনিংসের শুরুতেই দলের রানের খাতা খোলার আগে দুই ওপেনারকে হারিয়ে বসে। সেখান থেকে টপঅর্ডারে দুইজন ব্যাটারের কল্যাণে সম্মানজনক স্থানে যেতে সক্ষম হয়। শেষ দিকে ওমানের বোলিংয়ে ভয়াবহ ব্যাটিং ধস হয় পিএনজির। সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জিততে স্বাগতিকদের চাই মাত্র ১৩০ রান।

রোববার (১৭ অক্টোবর) ওমানের আল আমেরাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়। 

ওমানের বোলিং তোপে একপর্যায়ে মাত্র ৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে পিএনজি। সামনে থেকে বোলিং হাতে দলকে নেতৃত্ব দেন বাঁ হাতি স্পিনার জিসান মাকসুদ। নিজের দ্বিতীয় ওভারে চার বলে তিন উইকেট নেন জিসান। সবমিলিয়ে ২০ রানে ৪ উইকেট সংগ্রহ করেন তিনি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে রান তোলার আগেই বিদায় নেন দুই ওপেনার। তৃতীয় উইকেটে অধিনায়ক ভালা চার্লস আমিনিকে নিয়ে ৮১ রানের জুটি গড়েন। চার্লস আমিনি (৩৭) বিদায়ের পর আসাদ ভালা ৪৩ বলে ৪ চার ও ৩ চয়ে ৫৬ রান সংগ্রহ করে দলীয় ১০২ রানের বিদায় নেন। এরপর ১১২ থেকে ১১৮ এই ৬ রানে পাঁচ উইকেট হারায় পাপুয়া নিউগিনি। 

ওমানের হয়ে জিসান মাকসুদ ৪টি, বিলাল খান ও কালিমুল্লাহ ২টি করে উইকেট লাভ করেন। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন মাকসুদের | ঘূর্ণি | সত্ত্বেও | পাপুয়া | নিউগিনির | সম্মানজনক | স্কোর