ফুটবল

নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বেশ নাটকীয়তায় শেষ হলো বাংলাদেশ-পাকিস্তান লড়াই। সাফ অনূর্ধ্ব-১৭ এর সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এই ম্যাচে ট্রাইব্রেকারে পাকিস্তানকে ৮-৭ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ভুটানের থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে তখন শেষ বাঁশি বাজার সময় ঘনিয়ে এসেছে। তখন বাংলাদেশ কোচ সাইফুল বারী গোলরক্ষক নাহিদুল ইসলামকে বদলি করে আলিফ রহমান ইমতিয়াজকে মাঠে নামান। সেই বদলি গোলরক্ষক বাংলাদেশ দলকে ফাইনালে তুলতে ভূমিকা রাখেন। ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশি তরুণরা।

বাংলাদেশ দল দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে এসেও ২-০ তে পিছিয়ে ছিল। যোগ করা সময়ে এসে গোল দিয়ে স্কোরলাইন সমান হয়। লাল সবুজের জার্সিতে প্রথম গোল আসে ৭৫ মিনিটে। বদলি হিসেবে নামা মিঠু চৌধুরী সেই গোলটি করেন। আর যোগ করা সময়ের গোলটি করেন আরেক বদলি খেলোয়াড় মোহাম্মদ মানিক।

এরপর খেলার ভাগ্য চলে যায় টাইব্রেকারে। সেখানে পাকিস্তান দল ৮-৭ গোলে পরাজিত হয়। আব্দুল গনির ৮ নম্বর শটটি আটকিয়ে দেন আলিফ ইমতিয়াজ। এতেই গোলের আনন্দে মেতে ওঠে বাংলাদেশ।

এর আগে পাকিস্তানের পক্ষে ৩২ মিনিটে গোল করেন শাহাব আহমেদ। এরপর ৬০ মিনিটে গিয়ে পেনাল্টি পেয়ে ২-০ গোলে এগিয়ে যায় তারা।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন নাটকীয়তায় | পাকিস্তানকে | হারিয়ে | ফাইনালে | বাংলাদেশ